বছরের শেষ এই সময়টা নিজেকে নতুনভাবে গোছানোর সময়। তাই-
২০২৫ সালের শুরুতেই একটা কথা মনে রাখতে হবে-Dreams mean work.শুকনা স্বপ্ন দেখে লাভ নাই।জঘন্য রকমের পরিশ্রম ছাড়া জীবনে আগাতে পারবে না।কিছু পেতে চাইলে আজকে এখনই নেমে পড়।কঠিন শ্রম দিয়ে ২০২৫ টা নিজের মতো করে সাজাও।
২০২৪ বা তার আগের বছরগুলোতে যা হারিয়েছ বা যা পাও নি তা নিয়ে দুঃখ কর না।Promise yourself that you will never look back.যা নাই তা নাই ই।আজকে কি করতে পার বা আজকে কি করলে আগামীকাল কিছুটা এগিয়ে যাবে তাই ভাব।
বিগত বছরগুলোতে হাবিজাবি মার্কা যে সব মানুষের সাথে মিশে নিজের মনের বারোটা বাজিয়েছ তাদেরকে ব্লক দাও।রাস্তায় দেখা হলে পাশ কাটিয়ে চলে যাও।এই বছর খুব হিসেব করে মানুষের সাথে মিশবে।মন চাইলেই যার তার সাথে মিশবে না।যেন তেন মানুষের সাথে বন্ধুত্ব হয় না।সম্পর্ক হয় না।মানুষ চিনতে সময় নাও।হুটহাট সম্পর্কে জড়িয়ে যেও না।
২০২৫ সালে নিজেকে সময় দিতে শিখবে।অবসর পেলেই গল্পের বই নিয়ে বসবে।নিজের মনের খেয়াল রাখবে।প্রতি সপ্তাহে নিজের জন্য কিছু কিনবে।কিছু টাকা জমাবে।মন খারাপ হলে নিজেকে নিয়ে মিটিং এ বসবে।কফি শপে কফির আড্ডায় যাবে।কোন ভাবেই মন খারাপটা ধরে রাখা যাবে না।
যে বা যাদের কারনে মনে অশান্তি তৈরি হয় তাদেরকে আন ফলো করবে
প্রতি মাসে না পারলে দু তিন মাস পর পর একটা করে ট্যুর দিও।খুব দূরে যেতে হবে তা না।পাশের জেলায় হলেও যেও।একদিনের ট্যুর হলেও দিও।
এই বছরে এমন কিছু কাজ করবে যেন তোমার মা বাবা প্রাউড ফিল করে।দেখ কারো বাবা মা আজীবন থাকবে না।তাই জীবিত অবস্থায় ওনারা যেন তোমার সফলতা কিছুটা হলেও দেখে যেতে পারে সে ব্যবস্থাটা কর।
যে বা যাদের কারনে মনে অশান্তি তৈরি হয় তাদেরকে আন ফলো করবে।মনের মাঝে কোন আঘাত রাখবে না।দুঃখ রাখবে না।কাউকে না পেলে তার অপেক্ষায় থাকবে না।কারো জন্য থেমে যাবে না।একটা প্রাণ, একটা উদ্দীপনা নিয়ে জীবন চালিয়ে যাবে।
এ বছরে কাউকে পাওয়ার জন্য অস্থির হবে না। একটা কথা মনে রেখ,One day, I will be at the right place with the right people.তাই কেউ ভালো না বাসলে হুদাই প্যারা নিবে না। মেইক ইট ওপেন।জোড়াজুড়ি করে কাউকে ধরে রাখতে যাবে না। Never force anyone to stay with you.
বছর শেষে নিজেকে কোথায় দেখতে চাও সেই প্লান কর।অল্প অল্প করে রুটিন ফলো করে এগিয়ে যাও।ছোট করে হলেও নিজের একটা বিজনেস দাঁড় করাও।বিজনেস ভাল না লাগলে জবের ট্রাই কর।অলস হয়ে বসে থেক না।ঝিমিয়ে পড় না।
কারও পাশে থাকা বা না থাকার উপর তোমার জীবন চলবে না।নতুন এ বছরে তাই কারও সাপোর্ট পাওয়ার অপেক্ষায় থাকবে না।প্রতিনিয়ত নিজেকে অল্প অল্প করে চেঞ্জ কর।সাহস কর।
দেশে ভাল না লাগলে বিদেশে যাওয়ার প্লান কর।অনলাইনে খোঁজ খবর নাও।এটা গুগলের যুগ।এটা চ্যাটজিপিটির যুগ।হাতের সামনে সবই আছে।এত সুযোগ থাকতেও যদি ২০২৫ টা প্রোডাক্টিভ বানাতে না পার তাহলে ব্যাপারটা তোমাকে একদিন কষ্ট দিবে।
নতুন এই বছরে মানুষ তোমাকে নিয়ে কি বলে,তারা তোমাকে নিয়ে কি ভাবে এসব দেখতে যাবে না।মনে রেখ-তুমি তিন বেলা বিরিয়ানী খাওয়ালেও কারো আপন হতে পারবে না।সব থেকে বড় কথা মানুষের কথার পাত্তা দিলে জীবন থেমে যাবে।তাই নিজের জন্য বাঁচতে শিখ।নির্বোধের বিচারে নিজেকে বন্দি কর না।