২০২৪ সালে আমি যা যা শিখেছি তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে - Removing the wrong people from your life is a blessing.
তোমার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কার সাথে থাকলে ভাল থাকবে আর কাদের সাথে থাকলে অশান্তির মাঝে থাকবে। যে তোমাকে পাত্তা দেয় না তাকে তুমিও পাত্তা দিবে না। যে ম্যাসেজ সিন করে উত্তর দেয় না,দেরিতে রিপ্লাই দেয় তার সাথে তুমি ঠিক একই আচরণ করবে।
যে যেমন তার সাথে তেমন হতে শিখ। যে পাশে থাকতে চায় তাকে আগলে রাখ।যে অবজ্ঞা করে তাকে জাস্ট ব্লক করে দাও। সব কিছুর উপরে মানসিক শান্তিকে গুরুত্ব দিতে শিখ।
২০২৪ সালে আমি শিখেছি, সবাই ভালোবাসা পাবার যোগ্য না। তুমি যতই ভালোবাসা দেখাও মানুষ দিন শেষে তার মূল্যায়ন করবে না। তাই কাউকে বেশি ভালোবেসে নিজেকে অবহেলা কর না।
Some people will lose you because they don't know how to keep something real.
এ বছরে আমি নিজেকে অনেক বেশি ভালোবাসতে শিখেছি। আগে কেউ ভালো না বাসলে,অবহেলা করলে মন খারাপ হত।
এ বছরে কারও কাছ থেকে অবহেলা পেলে আলহামদুলিল্লাহ বলতে শিখেছি। কারন আমি জানি,The right people will always choose YOU.
Do not lose hope. Please believe there are a thousand beautiful things waiting for you.
এ বছরে শিখেছি-বাবা মায়ের দোয়া আর মুরুব্বিদের দোয়ার বরকতে জীবনে অনেক কিছু অর্জন করা যায়।মানুষের দোয়া থাকলে, তুমি যদি কারও সাথে অন্যায় না কর তাহলে অনেক ভাল কিছু তোমার জন্য অপেক্ষা করছে।
তুমি যদি ঠিক থাক,তোমার মনে যদি কোন প্যাচ না থাকে তাহলে কে কি বলে,কে কি ভাবে তা হিসেব করতে যাবে না।মানুষের জাজ করার ক্ষমতা অনেক বেশি। কাউকে সাপোর্ট করার ক্ষমতা অনেক কম।তাই অন্যের কথায় নিজে দমে যেও না।
পরিশ্রম আর মেধার সমন্বয় হলে জীবনে অনেক বড় সাফল্য ধরা দিবে।তাই কিছু একটা করে দেখাতে চাইলে নিজের মত করে পরিশ্রম করতে হবে।স্কিল না থাকলে এই যুগে খুব বেশি দূর আগানো যায় না।আবার এই যুগ এমন এক যুগ যেখানে স্কিল গেইন জটিল কিছু না।
২০২৪ সালে এসে একটা জিনিস খুব ভালো করে শিখেছি। সব কিছুর উপর নিজের ভাল থাকা জরুরি। যেখানে শান্তি নাই সেখানে থেক না।যেখানে ভাল নাই সেখানে বেশি দিন থাকলে মানসিকভাবে অসুস্থ হওয়া ছাড়া গতি নেই।
যার সাথে মন মিলে না তার সাথে থেকে নিজেকে কষ্ট দেয়ার কোন মানে নেই।জোর করে কাউকে ধরে না রেখে অসুস্থ সম্পর্ক থেকে বের হয় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে শিখ।
এই বছর প্রচুর বই পড়েছি। আমার মনে হয় সারাজীবনে এত বই আমি আর কোন বছরে পড়ি নাই।বইগুলো পড়ে আমার খুব প্রিয় একটা শিক্ষা ছিল - Do not lose hope. Please believe there are a thousand beautiful things waiting for you.